ঢাকাঃ শস্যচিত্রে বঙ্গবন্ধু’র প্রতিকৃতি গিনেজ রেকর্ড বুকে ঠাঁই করে নেয়ার পর এবার কারাবন্দিরা নিজেদের কম্বল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি করে সাড়া ফেলেছেন।
দূর আকাশ থেকে পাখির চোখে তাকালে দেখা যাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল অবয়ব। প্রথমে দেখে মনে হবে কেউ বুঝি রং তুলির আচড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এঁকেছেন।
জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দিরা ৭১৪টি কম্বল দিয়ে তৈরি করেছেন শেখ মুজিবের ছবি। কারা কর্তৃপক্ষের সহায়তায় ১০০ বন্দি ২২০ ফুট দৈর্ঘ্য ও ৩৫ হাজার ২০০ বর্গফুট এলাকা জুড়ে বঙ্গবন্ধুর এই প্রতিকৃতি তৈরি করেন। বঙ্গবন্ধুর প্রতি সশ্রদ্ধ সম্মান প্রদর্শনের জন্য এ উদ্যোগ নেন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাবন্দীরা।
কারা কর্তৃপক্ষ জানান, এই ধরণের সৃষ্টিশীল কাজ মানুষকে অপরাধমূলক চিন্তা ভাবনা থেকে দূরে রাখতে সহায়তা করে। কারাবন্দিদের ভাবনা থেকে বঙ্গবন্ধুর জন্য ভিন্নকিছু করতে পেরে গর্বিত তারাও।
এছাড়া কারাবন্দিরা এখন জেলখানাতেই সংস্কৃতি চর্চা ও খেলাধুলাসহ সৃষ্টিশীল বিভিন্ন কাজে নিজেদেরকে নিয়োজিত করার সুযোগ পাচ্ছেন।
আগামীনিউজ/এএইচ