Dr. Neem on Daraz
Victory Day

নিবন্ধন ৬২ লাখ, টিকাগ্রহীতা ৪৮ লাখ ৪০ হাজার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২১, ২০২১, ০৮:৫৯ পিএম
নিবন্ধন ৬২ লাখ, টিকাগ্রহীতা  ৪৮ লাখ ৪০ হাজার

ছবি: সংগৃহীত

ঢাকাঃ সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ৩৫তম দিনে আজ ভ্যাকসিন নিয়েছেন ৮০ হাজার ২২২ জন। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ১০ হাজার ৪ জন। এ পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন ৪৮ লাখ ৪০ হাজার ৯৬৯ জন। এর মধ্যে পুরুষ ৩০ লাখ ৪০ হাজার ৫২২ জন এবং নারী ১৮ লাখ ৪৪৭ জন। টিকা নেয়ার পর সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ৯০৬ জনের।

আজ রবিবার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। অন্যদিকে আজ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে অনলাইনে মোট নিবন্ধন করেছেন ৬১ লাখ ৯৮ হাজার ৩৭৮ জন।

প্রথম দিন টিকা নিয়েছিলেন ৩১,১৬০ জন। গত ২৭শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণ টিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে।

আগামীনিউজ/এএইচ  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে