ঢাকাঃ নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্মচারী (অস্থায়ী) আজিজুল ইসলাম মিলন (৩০) নামে এক ব্যক্তি ।
শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাত সোয়া ১টায় কর্মস্থলের বাথরুমে হাসপাতালে ব্যবহৃত স্পিরিট গায়ে ঢেলে আগুন লাগিয়ে তিনি দগ্ধ হন। পরে অন্যরা উদ্ধার করে তাকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ মার্চ) সকালে তিনি মারা যান। হাসপাতালটির আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল এসব তথ্য জানান।
মিলন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তিনি বার্ন ইনস্টিটিউটে আউটসোর্সিংয়ের কাজ করতেন। খোঁজ নিয়ে জানা যায়, তার কিছু ঋণ ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজেই শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা সম্পর্কে জানা যাবে।’
আগামীনিউজ/সোহেল