Dr. Neem on Daraz
Victory Day

সারা দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২০, ০৯:৫৭ এএম
সারা দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগামী নিউজ

ঢাকাঃ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ  শুক্রবার (৩০ অক্টোম্বর) সারা দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ১৫ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। 

১৪০০ বছর আগে এই দিনে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিজরি সালের ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়।  

বাংলাদেশে দিনটি সরকারি ছুটির দিন এবং দেশের মুসলিমরা এ দিন বিশেষ ইবাদত করেন। দিনটি উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা ও কোরআন খতমসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২৯অক্টোম্বর)  রাত থেকেই রাজধানী ঢাকাসহ সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে মসজিদে ও বাসবাড়িতে কোরআন খতম ও জিকির আজগারের মাধ্যমে মহান রাব্বুল আল-আমিন ও তাঁর প্রিয় হাবিব মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর বিশেষ রহমত কামনা করেন।

এদিকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার  (২৯অক্টোম্বর) পৃথক বাণীতে তাঁরা দেশবাসীসহ বিশ্বের মুসলিশ উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবাররকবাদ জানিয়েছেন।

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে