Dr. Neem on Daraz
Victory Day

মন্ত্রিসভায় ধর্ষণ আইনের মৃত্যুদণ্ডের প্রস্তাব যাচ্ছে


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ৮, ২০২০, ০৯:৫৯ পিএম
মন্ত্রিসভায় ধর্ষণ আইনের  মৃত্যুদণ্ডের প্রস্তাব যাচ্ছে

ছবি সংগৃহীত

ঢাকাঃ দেশব্যাপী ধর্ষণের ঘটনায় গত কয়েকদিন ধরে সারাদেশে আন্দোলনের ঝড় বইছে। আন্দোলনকারীদের দাবির মুখে ধর্ষণের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে সরকার।

শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করে সংশোধিত ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ এর খসড়া মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) তিনি এ তথ্য নিশ্চিত করেন।

আইনমন্ত্রী বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য আগামী সোমবার (১২ অক্টোবর) মন্ত্রিসভার পরবর্তী সময়ের বৈঠকে এই প্রস্তাব তোলা হবে।’

তিনি আরও বলেন, ‘মূলত আইনের ৯ (১) ধারায় পরিবর্তন আনা হচ্ছে। এ ধারায় ধর্ষণের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করার প্রস্তাব দেয়া হবে। এছাড়া এই আইনের আরও কয়েকটি স্থানেও ছোট ছোট পরিবর্তন আনা হচ্ছে।’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় আইন সংশোধনের এ উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

গত ৪ অক্টোবর নোয়াখালীতে গৃহবধূকে (৩৭) বিবস্ত্র করে নির্যাতনের এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যদিও গত সেপ্টেম্বর মাসের শুরুর দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছিল। এছাড়া সিলেট এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় সারাদেশ প্রতিবাদের ঝড় বইছে। আন্দোলনকারীরা ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি তুলেন।

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে