Dr. Neem on Daraz
Victory Day

টিকিট বিক্রির টোকেন দেয়া শুরু করলো সাউদিয়া


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ৪, ২০২০, ০৯:৫২ এএম
টিকিট বিক্রির টোকেন দেয়া শুরু করলো সাউদিয়া

ছবি সংগৃহীত

ঢাকাঃ কয়েকদিন বন্ধের পর আবারো সৌদি আরবে যাওয়ার প্লেনের টিকিট বিক্রি জন্য টোকেন দেয়া শুরু করলো সাউদিয়া (সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স)।

আজ রোববার (০৪ অক্টোম্বর) সকাল থেকে শুরু হয় এই কার্যক্রম । সাউদিয়া কর্তৃপক্ষ  বিষয়টি নিশ্চিত করেছে।

সাউদিয়া জানায়, সৌদি থেকে লকডাউনের আগে যারা সাউদিয়ার রিটার্ন টিকিট নিয়ে দেশে ফিরেছিলেন শুধুমাত্র তাদেরই টোকেন দেয়া হবে। টোকেন অনুযায়ী নির্ধারিত তারিখে তারা টিকিট কিনতে পারবে।

এর আগে সর্বশেষ গত (১ অক্টোবর) ৩০০১ থেকে ৩৩০০ টোকেনধারীদের টিকেট দেয় সাউদিয়া। এরপর ২ ও ৩ তারিখ তারা কোনো টোকেন ইস্যু করেনি।

এদিকে দেশে ফিরে আটকেপড়া প্রবাসীদের ফেরাতে ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে সাউদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে উভয় এয়ারলাইনস। এছাড়াও বিমান প্রবাসীদের ফেরাতে সৌদির ৩ শহরে মোট ১২ টি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।

আগামীনিউজ/জেহিন 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে