Dr. Neem on Daraz
Victory Day

সৌদি টিকিটের দাবিতে কারওয়ান বাজারে প্রবাসীদের বিক্ষোভ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২০, ১১:২৯ এএম
সৌদি টিকিটের দাবিতে কারওয়ান বাজারে প্রবাসীদের বিক্ষোভ

ছবি সংগৃহীত

ঢাকাঃ সৌদি আরব প্রবাসীরা ভিসা জটিলতার আশঙ্কায় দ্রুত কর্মক্ষেত্রে ফিরতে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টিকিটের টোকেনের দাবিতে রাজধানীর কারওরান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে প্রায় আধ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।

আজ শনিবার (২৬সেপ্টম্বর) সকাল পৌনে ১০টা থেকে হোটেল সোনারগাঁওয়ের সামনে বিক্ষোভ করছেন প্রবাসীরা।

বিক্ষোভের ফলে কারওরান বাজার ও বাংলামোটরের উভয় পাশে যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করছে।

সকাল থেকেই টিকিটের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন প্রবাসীরা। তারা দ্রুত টোকেন দেওয়ার দাবি জানাচ্ছেন।

আগামীনিউজ/জেহিন  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে