Dr. Neem on Daraz
Victory Day
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণঃ

মামলা এবার সিআইডি


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২০, ১০:১৭ এএম
মামলা এবার সিআইডি

সংগৃহীত ছবি

ঢাকাঃ ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণের ঘটনায় পুলিশের করা মামলা নারায়ণগঞ্জ সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।

গত বুধবার (০৯ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানা গেছে।

এর আগে রোববার (০৬ সেপ্টেম্বর) ফতুল্লার মডেল থানার এসআই হুমায়ুন কবীর বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছিলেন। মামলার এজাহারে গাফলতির অভিযোগ আনা হলেও কোনও আসামীর নাম দেয়া হয়নি।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম জানান, গঠিত তদন্ত কমিটির তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তারাই এ মামলার আসামী হবে।

এর মধ্যে বুধবার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ সিআইডির একটি ইমেইল বার্তায় জানা যায়, পুলিশের করা মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এতে আরও জানানো হয়, বৃহস্পতিবার থেকেই তদন্তে নামবে সিআইডি। সিআইডির এসআই সেলিম বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গেল শুক্রবার বাইতুস সালাত মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন দগ্ধ হয়। এরমধ্যে ২৮ জন মারা গেছে।

আগামীনিউজ/মিথুন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে