Dr. Neem on Daraz
Victory Day
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ

পাইপলাইনে ৬টি লিকেজ পেয়েছে তিতাস


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২০, ১২:১০ এএম
পাইপলাইনে ৬টি লিকেজ পেয়েছে তিতাস

ছবি; সংগৃহীত

ঢাকাঃ নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনার পর মাটি খুঁড়ে গ্যাস পাইপলাইনে ৬ টি ছিদ্রের সন্ধান পেয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিস্ফোরণের পর তিতাসের গঠিত তদন্ত কমিটির প্রধান সংস্থাটির জেনারেল ম্যানেজার (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আব্দুল ওহাব তালুকদার বুধবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন, বিস্ফোরণের ঘটনার পর তিতাসের তদন্ত কমিটি গঠন করা হয়।  গত রবিবার থেকে আমরা ফিজিক্যালি তদন্ত শুরু করি এবং (বুধবার) আমরা আমাদের তদন্ত শেষ করেছি।

তিনি বলেন, বুধবার (০৯ সেপ্টেম্বর) মসজিদের উত্তর ও পুর্বপাশের টোটাল মাটি কেটে গ্যাসের সংযোগ লাইন বের করা হয়। পূর্বপাশে আমরা কোন লিক পাইনি। উত্তর পাশে আমরা ৬টি লিক পেয়েছি এবং চারটি ক্ল্যাম লাগিয়ে লিকগুলো রিপিয়ার করার পরে আমরা গ্যাস ছেড়েছি। সম্পুর্ণ প্রেশারে গ্যাস ছাড়ার পর আমরা মসজিদের ভেতর তিন-চার ইঞ্চি পানি দিয়ে ভরে দিয়েছি। এসময় আমাদের সঙ্গে এনএসআই, পুলিশ, ফায়ার সার্ভিস এব তিতাসের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন। মসজিদটা পানি দিয়ে ভরে দেয়ার পর মসজিদের ভেতর থেকে কোন লিক বের হচ্ছে না। এটা উপস্থিত সবাই দেখেছেন।

তিনি আরও জানান, মসজিদ নির্মাণের জন্য মসজিদ কমিটির কাছে সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ ও রাজউকের কোন অনুমোদন নাই। এবং মসজিদে বিদ্যুতের সংযোগ রয়েছে দুইটা। এরমধ্যে একটা বৈধ সংযোগ অপরটি অবৈধ। অবৈধ সংযোগের বিষয়ে মসজিদ কমিটি আমাদের বলেছে যখন বিদ্যুৎ চলে যায় তখন তারা আলাদা ফেজ দিয়ে বিদ্যুৎটা চালাচ্ছে। ফলে বিদ্যুৎটা যখন গিয়েছে তখন তারা চেঞ্জওভার করার সময় স্পার্ক হয়ে মসজিদে দুর্ঘটনা ঘটেছে বলে আমাদের প্রাথমিক ধারনা। বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেয়া হতে পারে বলে জানিয়েছেন তিতাসের এ কর্মকর্তা।

আগামীনিউজ/এএইচ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে