Dr. Neem on Daraz
Victory Day
নারায়নগঞ্জে বিস্ফোরণ: মৃত্যু ২৭

চিকিৎসাধীন বাকি ৯ জনের অবস্থাও আশঙ্কাজনক


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২০, ০১:৩৫ পিএম
চিকিৎসাধীন বাকি  ৯ জনের অবস্থাও আশঙ্কাজনক

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জঃ জেলার ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস  সালাত জামে  মসজিদে বিস্ফোরণে দগ্ধ চিকিৎসাধীন নয়জনকেই নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। তাদের সকলের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল।

আজ মঙ্গলবার(০৮সেপ্টেম্বর)  বেলা সাড়ে ১২টার দিকে ইনস্টিটিউটে  দেওয়া সাক্ষাৎকারে এইসব তথ্য জানান তিনি।

ডা. পার্থ শংকর পাল জানান, এখন পর্যন্ত নয়জন রোগী এখানে ভর্তি রয়েছে। এদের মধ্যে আটজন আইসিইউতে ও একজন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসধীন ছিলো। আজ সকালে পোস্ট অপারেটিভ থেকে ওই রোগীকেও আইসিইউতে নেওয়া হয়েছে। যেহেতু আইসিইউতে নেওয়া হয়েছে সবাইকে তার মানে বুঝতে হবে সবার অবস্থাই ক্রিটিক্যাল। তাদের শরীরে ৩৫ শতাংশ থেকে ৯৩ শতাংশ পর্যন্ত দগ্ধ রয়েছে। সাথে শ্বাসনালীও দগ্ধ রয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত চিকিৎসাধীন দগ্ধ ২৭জনের মৃত্যু হয়েছে। আর গতকাল ১২ শতাংশ দগ্ধ মামুন নামে এক রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গতরাত থেকে এখনও আর কোনো প্রাণহানি হয়নি। চিকিৎসাধীন ৯জনের মধ্যে বেশ কয়েকজন রিকোভারি করে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আগামীনিউজ/জেহিন 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে