Dr. Neem on Daraz
Victory Day

করোনায় আক্রান্ত ৭৭৮ গণমাধ্যমকর্মী


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: আগস্ট ২২, ২০২০, ০৫:১৭ পিএম
করোনায় আক্রান্ত ৭৭৮ গণমাধ্যমকর্মী

ফাইল ছবি

ঢাকাঃ  প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত গণমাধ্যমকর্মীর সংখ্যা সাড়ে সাতশ’ ছাড়িয়েছে। একই সঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ জন এবং উপসর্গ নিয়ে ১০ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে।

আজ  শনিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক স্বেচ্ছাসেবী গ্রুপ ‘আমাদের গণমাধ্যম, আমাদের অধিকার’ সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সাড়ে চার মাসে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন ১৭৫টি প্রতিষ্ঠানের ৭৭৮ জন গণমাধ্যমকর্মী। এর মধ্যে ১০৭টি সংবাদপত্র, ৩১টি টেলিভিশন চ্যানেল, ৩০টি অনলাইন নিউজ পোর্টাল, ৫টি রেডিও এবং ২টি বার্তা সংস্থার সংবাদকর্মী রয়েছেন।

গত ৩ এপ্রিল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একজন সংবাদকর্মী প্রথম করোনায় শনাক্ত হলেও সাড়ে চার মাসে এ সংখ্যা বেড়ে হয়েছে ৭৭৮। এ পর্যন্ত ৫২৫ জন সুস্থ হয়ে ফিরলেও ১৭ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। তাছাড়া, উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় গণমাধ্যমে আতংক বিরাজ করছে।

এদিকে, ৭৭৮ জন সংবাদকর্মী আক্রান্ত হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আরও প্রায় তিন শতাধিক সাংবাদিক-কর্মচারীকে সেলফ আইসোলেশনে পাঠায়। দেশে একের পর এক সাংবাদিক করোনায় আক্রান্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।

এ ব্যাপারে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী বলেন, প্রতিনিয়ত গণমাধ্যমে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, যা উদ্বেগের বিষয়। সংবাদকর্মীরা সম্মুখে কাজ করেন। এজন্য তাদের ঝুঁকি বেশি। এক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন হতে হবে। ঝুঁকি এড়িয়ে কাজ করতে হবে। 

 

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে