ঢাকা : শারীরিক পরীক্ষা শেষে রিজেন্টের সাহেদকে আবারও রিমান্ডে নিয়েছে দুর্নিতী দমন কমিশন-দুদক।
আজ মঙ্গলবার দুপুরে তাকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদের জন্য দুদকে নেয়া হয়।
এর আগে সাহেদ অসুস্থ অনুভবের দাবি করায় শারীরিক পরীক্ষার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নেয়া হয়।
অর্থ আত্মসাৎ মামলায় গতকাল থেকে সাতদিনের রিমান্ডে সাহেদ। কারাগার থেকে এনে তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। সাহেদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, আয়কর ফাঁকি, ভুয়া নাম ও পরিচয়ে ব্যাংক ঋণ নিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎসহ জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
ভুয়া করোনা পরীক্ষায় কোটি কোটি টাকা হাতিয়ে নেয়াসহ নানা অভিযোগে রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদকে ১৫ই জুলাই সাতক্ষীরা সীমান্ত থেকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আগামীনিউজ/এসপি