Dr. Neem on Daraz
Victory Day

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর ঈদ- উল-আযহার শুভেচ্ছা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৩১, ২০২০, ০৭:৩৬ পিএম
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর ঈদ- উল-আযহার শুভেচ্ছা

ছবি : সংগৃহীত

ঢাকা : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আসুন, আমরা সকলে পবিত্র ঈদ-উল-আযহার মর্মবানী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বেষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি। 

শুক্রবার এক ভিডিও বার্তা দেশ ও দেশের বাইরে অবস্থানরত সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান তিনি।

৪৪ সেকেন্ড দীর্ঘ ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, প্রিয় দেশবাসী আসসালামুআলাইকুম। বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদ-উল-আজহা। করোনা ভাইরাসের মহামারির এ দুঃসময়ে সব আঁধার কাটিয়ে ঈদ আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।

‘কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। দেশ ও দেশের বাইরে অবস্থানরত সব বাংলাদেশি ভাই-বোনকে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানাচ্ছি। করোনা ভাইরাস রোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ থাকুন নিরাপদে থাকুন। ঈদ মোবারক।’

এর আগে মোবাইল ফোন অডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

উল্লেখ, আগামীকাল শনিবার সারাদেশে ঈদ-উল-আজহা উদযাপিত হবে।

 

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে