Dr. Neem on Daraz
Victory Day
একাদশে ভর্তির কার্যক্রম ৯ আগস্ট থেকে

কিস্তিতে ভর্তি ফি জমার সুযোগ রাখতে হবে: শিক্ষামন্ত্রী


আগামী নিউজ প্রকাশিত: জুলাই ১৯, ২০২০, ০৪:৫৯ পিএম
কিস্তিতে ভর্তি ফি জমার সুযোগ রাখতে হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা: ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম আগামী ০৯ আগস্ট (রোববার) থেকে শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) শেষ হবে।

রোববার (১৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান।  

আবুল খায়ের আরো বলেন, আজ (১৯ জুলাই) শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

এ সময় শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি বলেন, মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের ভর্তিতে যেন সমাস্যা না হয় সেদিকে প্রতিষ্ঠানগুলিকে সতর্ক থাকতে হবে। তাছাড়া তিনি বলেন কোভিড নাইনটিনের কারনে ক্ষতিগ্রস্ত অনেকেই হয়ত ভর্তির ফি একসাথে দিতে পারবে না। সেক্ষেত্রে তারা যেন কিস্তিতে ভর্তি ফি দিতে পারে সে ব্যাবস্থা রাখতে হবে। 

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সম্মিলিত পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে পাঁচ লাখ ৪৩ হাজার ৯৭২ জন শিক্ষার্থী। ১০টি বোর্ডে পরীক্ষায় অংশ নিয়েছে মোট ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী। যার মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী পাস করেছেন। উত্তীর্ণরাই একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন। 

উল্লেখ্য, গত ৩১ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হলেও করোনা মহামারির কারণে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া শুরু করা যায়নি।  

আগামীনিউজ/টিআইএস/এমআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে