Dr. Neem on Daraz
Victory Day

নেদারল্যান্ডের রাজার কাছে রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৬, ২০২০, ০৩:৫৩ পিএম
নেদারল্যান্ডের রাজার কাছে রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

ছবি সংগৃহীত

ঢাকা: নেদারল্যান্ডে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মু: রিয়াজ হামিদুল্লাহ দেশটির রাজা উইলেম আলেক্সান্ডার-এর কাছে পরিচয়পত্র পেশ করেছেন। এ সময় রাজার সাথে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালেয়র সেক্রেটারি জেনারেল(পররাষ্ট্রসচিব) এবং রাজপ্রাসাদের গ্র্যান্ডমাস্টার উপস্থিত ছিলেন।

পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেকজান্ডার এবং রাষ্ট্রদূত রিয়াজ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা করেন। রাজা উইলেম-আলেকজান্ডার প্রায় তিন দশক আগে তার বাংলাদেশ সফরের কথা স্মরণ করে দেশের অর্থ-সামাজিক উন্নয়ন এবং এক দশকের বেশি সময় ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ ও বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন।

তিনি বলেন, উভয় বদ্বীপ দেশ তাদের মধ্যকার সাধারণ ইস্যুসমূহ সহ জলবায়ু পরিবর্তন, নারী, টেকসই উৎপাদন, প্রযুক্তি, অর্থনীতি ইত্যাদি বিষয়ে বৈশ্বিক পরিমন্ডলে অধিকতর সহযোগিতামূলক অবস্থান গ্রহণ করতে পারে।

রাষ্ট্রদূত হামিদুল্লাহ স্বাধীনতার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় ডাচ সরকারের অব্যাহত সহযোগিতার ধন্যবাদ জানান।

করোনা দুর্যোগকালীন সময়ে ডাচ সরকারের উদ্যোগে ও ডাচ তৈরি  পোশাক ব্র্যান্ডদের অব্যাহত সরবরাহ ও সাহায্যের জন্যও তিনি বাংলাদেশের ধন্যবাদ জ্ঞাপন করেন।  ডাচ উদ্যোক্তাদের কৃষি, প্রযুক্তি, জ্বালানি, পানিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে বিদ্যমান ও সম্ভাব্য বিনিয়োগ সুবিধাদির বিষয়ে তিনি রাজার কাছে উপস্থাপন করেন।

বাংলাদেশ এবং নেদারল্যান্ডস-এর দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ১.৫ বিলিয়নডলার, যার মধ্যে নেদারল্যান্ডসে বাংলাদেশের রপ্তানি প্রায় ১.২ বিলিয়ন ডলার। 

আগামীনিউজ/এসএআই/এমআর 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে