Dr. Neem on Daraz
Victory Day

লঞ্চ দুর্ঘটনায় হতাহতদের দ্রুত উদ্ধার ও ক্ষতিপূরণের দাবি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: জুন ২৯, ২০২০, ১২:৫৯ পিএম
লঞ্চ দুর্ঘটনায় হতাহতদের দ্রুত উদ্ধার ও ক্ষতিপূরণের দাবি

সংগৃহীত ছবি

ঢাকা: রাজধানীর সদরঘাটের শ্যামবাজারে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চ দুর্ঘটনায় হতাহতদের দ্রুত উদ্ধার, চিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সোমবার (২৯ জুন) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিন যাবত ছোট ছোট ডিঙ্গি নৌকায় সরদঘাটের এপার থেকে উপারে যাতায়াতের কারণে প্রায়ই ছোট ছোট দুর্ঘটনায় অসংখ্য প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে। এসব ঘটনায় কর্তৃপক্ষের উদাসীনতায় এমন দুর্ঘটনা বেড়েই চলেছে।

তিনি এসব দুর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হতাহতদের দ্রুত উদ্ধার ও বিনামূল্যে সুচিকিৎসা নিশ্চিত করাসহ দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তিনি নিহতদের লাশ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের খরচে প্রত্যেক পরিবারের কাছে পৌঁছে দেওয়া এবং হতাহতদের পরিবারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি  জানান।

আগামীনিউজ/ইমরান/এমআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে