Dr. Neem on Daraz
Victory Day

করোনাভাইরাসে প্রাণ গেলো ল্যাবএইড হাসপাতালের ডা. সাখাওয়াতের


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ৮, ২০২০, ০৩:৪১ পিএম
করোনাভাইরাসে প্রাণ গেলো ল্যাবএইড হাসপাতালের ডা. সাখাওয়াতের

ডা. সাখাওয়াত হোসেন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন রাজধানীর বেসরকারি ল্যাবএইড হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগের কনসালটেন্ট ডা. শাখাওয়াত হোসেন। সোমবার সকাল ৯টার দিকে মারা যান ডা. শাখাওয়াত । ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম এই তথ্য নিশ্চিত করেছেন। দুই সপ্তাহ আগে কোভিড আক্রান্ত হন ডা. শাখাওয়াত। 

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস জানায়, দুই সপ্তাহ আগে ডা. সাখাওয়াত করোনাভাইরাস আক্রান্ত হয়ে বাড্ডার এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই ভেন্টিলেশনে থাকা অবস্থায় আজ মারা যান তিনি। ডা. সাখাওয়াতকে নিয়ে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে ২১ জন চিকিৎসক মারা গেছেন বলেও নিশ্চিত করেছেন এফডিএসআর।

আগামীনিউজ/কামরুল/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে