Dr. Neem on Daraz
Victory Day

দেশে এলাকাভিত্তিক পুরোপুরি লকডাউনের তালিকায় ৫০ জেলা


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ৭, ২০২০, ০৭:৫৭ পিএম
দেশে এলাকাভিত্তিক পুরোপুরি লকডাউনের তালিকায় ৫০ জেলা

সংগৃহীত ছবি

প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবেলায় দেশে এলাকাভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আক্রান্তের সংখ্যা ও ঝুঁকি বিবেচনায় তিন ভাগে ভাগ করে (রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন) ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে লকডাউনের চিন্তা করছে সরকার।

করোনার আপডেট সংক্রান্ত সরকারি ওয়েবসাইটে দেশের তিনটি বিভাগের ৫০টি জেলা ও ৪০০টি উপজেলাকে পুরোপুরি লকডাউনের তালিকায় (রেড জোন বিবেচিত) দেখানো হয়েছে। আংশিক লকডাউন (ইয়েলো জোন বিবেচিত) দেখানো হয়েছে পাঁচটি বিভাগ, ১৩টি জেলা ও ১৯টি উপজেলাকে। আর লকডাউন নয় (গ্রিন জোন বিবেচিত) এমন জেলা দেখানো হচ্ছে একটি এবং উপজেলা দেখানো হচ্ছে ৭৫টি। তবে সরকারি ওয়েবসাইটে তালিকা দেয়া হলেও এ বিষয়ে কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

সরকারি ওয়েবসাইটে দেয়া তালিকায় বরিশাল বিভাগের মধ্যে পুরোপুরি লকডাউন দেখানো হয়েছে বরগুনা, বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরকে। এই বিভাগে আংশিক লকডাউন ভোলা ও ঝালকাঠি।

আগামীনিউজ/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে