Dr. Neem on Daraz
Victory Day

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ১০, ২০২০, ১১:১৬ এএম
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত

ছবি সংগৃহীত

ঢাকা: বর্তমান সময়ে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে পুরো দেশে। সেই সাথে বৈশাখের ঝড়-বৃষ্টির সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়ছে মশার প্রকোপ। বেশ কিছুদিন পর্যায়ক্রমে বৃষ্টির ফলে এখন ডোবা, নর্দমা বা বিভিন্ন জায়গায় পানি জমছে। এর ফলে সৃষ্ট এডিস মশার মাধ্যমে ডেঙ্গু মানুষের জন্য আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। তাই নগরবাসীক ডেঙ্গু থেকে সুরক্ষা দেয়ার লক্ষ্যে আজ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা তাদের নিজ নিজ এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়েছে, পূর্বের ঘোষণা অনুযায়ী ডিএনসিসির আওতাধীন বিভিন্ন বাড়ি, ভবন, প্রতিষ্ঠানের বিশেষ করে নির্মাণাধীন ভবনের ভেতরে-বাইরে, আশেপাশে কোথাও এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সবাইকে জানানো হয়েছে। এছাড়া ডিএনসিসির সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে গত তিন দিন ধরে এ বিষয়ে মাইকিংয়ের মাধ্যমে সর্বসাধারণকে অবগত করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে