Dr. Neem on Daraz
Victory Day

ঝিনাইদহে সাবেক সাংসদসহ আরও সাত জন করোনায় আক্রান্ত


আগামী নিউজ | ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: মে ৫, ২০২০, ০৭:১৬ পিএম
ঝিনাইদহে সাবেক সাংসদসহ আরও সাত জন করোনায় আক্রান্ত

গত ২৪ ঘন্টায় নতুন করে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩ চিকিৎসকসহ মোট ৭ জন করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট 
ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮।

মঙ্গলবার (০৫মে) সকাল ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।

সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, মঙ্গলবার সকালে ৩৫টি নমুনা রিপোর্টের মধ্যে ৭ জনের করোনা পজেটিভ এসেছে। এরমধ্যে ঝিনাইদহ সদরে ২জন চিকিৎসক, কালীগঞ্জে সাবেক সংসদ সদস্য ও ১জন হাসপাতালের নার্স, শৈলকুপায় ২জন নারী ও কোটচাঁদপুরে একজন চিকিৎসক রয়েছেন। এ নিয়ে জেলায় সর্বমোট প্রাপ্ত ২৮০ টি নমুনার ফলাফলের মধ্যে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৮ টি, এর মধ্যে চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের সদস্য রয়েছেন ১৭ জন।

উল্লেখ্য, গত কয়েকদিনে ঝিনাইদহ জেলায় মোট ২৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ঝিনাইদহ সদরে ৬ জন, শৈলকুপায় ৯জন, হরিনাকুন্ডতে ১জন, কালীগঞ্জে ৮জন, কোটচাঁদপুরে ৩জন ও মহেশপুরে ১জন আক্রান্ত হয়েছেন।

আগামীনিউজ/  বুরহান উদ্দী/ তাওসিফ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে