Dr. Neem on Daraz
Victory Day

স্বাস্থ্যকর্মীদের প্রতি উৎসর্গকৃত জাতিসংঘের সংগীতে পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২০, ০৮:২৭ পিএম
স্বাস্থ্যকর্মীদের প্রতি উৎসর্গকৃত জাতিসংঘের সংগীতে পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের কারণে সমগ্র বিশ্ব যে নজিরবিহীন সংকটে পড়েছে তাতে মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার পাশাপাশি সমগ্র পৃথিবীর অর্থনৈতিক কমকাণ্ড বিপর্যস্ত হয়ে চলছে। এই বৈশ্বিক মহামারি মোকাবিলায় বিশ্বস্বাস্থ্য সংস্থা পৃথিবীর দেশসমূহের সাথে সমন্বয় করে এসমস্যা মোকাবিলায় কাজ করে যাচ্ছে।

শনিবার পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

জাতিসংঘের প্রতিষ্ঠার ৭৫বছর পূর্তির বছরে এই সংকটময় মুহুর্তে এসংস্থার বর্তমান ও সাবেক ২৬ জন রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাইকেল জ্যাকসনের Heal the World সংগীতের মাধ্যমে এ সমস্যা মোকবিলায় বৈশ্বিক প্রচেষ্টার সাথে একাত্বতা প্রকাশ করেছেন। এদের মধ্যে কয়েকজন বিভিন্ন দেশের মন্ত্রী হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি হিসেবে এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটিতে বিশ্বব্যাপী যেসব ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মী পৃথিবীকে করোনামুক্ত করার জন্য পরিশ্রম করে যাচ্ছে তাদের উদ্দেশ্যে এ সংগীতটি উৎসর্গ করা হয়েছে। এছাড়া এসংগীতের মাধ্যমে বিশ্বস্বাস্থ্য সংস্থার করোনা মোকাবিলায় সলিডারিটি রেসপন্স ফাণ্ডে অনুদান প্রদানকে উৎসাহিত করা হয়েছে।

আগামীনিউজ/ইমরান/ তাওসিফ  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে