Dr. Neem on Daraz
Victory Day

আসহায়দের খুঁজে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে হবে: কাদের


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২০, ০৪:৩০ পিএম
আসহায়দের খুঁজে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে হবে: কাদের

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পড়িবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত যারা কর্মহারিয়ে আজ অসহায় জীবন-যাপন করছেন। এই ধরনের মানুষদের খুঁজে খুঁজে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে হবে। এটা আমাদের সকলের মানবিক দায়িত্ব।

শুক্রবার(২৪ এপ্রিল)  তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলকে অভিন্ন শত্রু করোনা প্রতিরোধে কাজ করতে হবে। এসময় তিনি পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানান।

বিএনপির ‘জাতীয় টাস্কফোর্স’ গঠনের  প্রস্তাবের বিষয়ে  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি ‘জাতীয় টাস্কফোর্স ’ গঠনের নামে জনমনে বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে।

আগামী নিউজ/ ইয়াকুব/ তাওসিফ 
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে