Dr. Neem on Daraz
Victory Day

আইইডিসিআর এর চারজন করোনায় আক্রান্ত, ৯ জন কোয়ারেন্টাইনে


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২০, ০৫:৪১ পিএম
আইইডিসিআর এর চারজন করোনায় আক্রান্ত, ৯ জন কোয়ারেন্টাইনে

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)ল্যাব টেকনিশিয়ান, অফিস সহকারী ও ক্লিনার সহ চার জন করোনায় আক্রান্ত হন ৯ এপ্রিল।  এর পরেই আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সহ নয় জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে চলে যায়।

আইইডিসিআর সূত্রে জানা গেছে, এই চারজনের করোনা পজেটিভ আসার পর আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. আলমগীর হোসেন সহো ৯ জন ১৪ দিনের স্বেচ্ছা কোয়ারন্টোইনে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরা অফিসের পাশেই একটি ভবনে কোয়ারেন্টাইনে আছেন। সেখান থেকেই অফিসিয়াল কাজকর্ম পরিচালনা করছেন।

গত (৯এপ্রিল)বৃহস্পতিবার থেকে তারা এ কোয়ারেন্টাইন পালন করছেন। অবশ্য এদের পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে।

জানা গেছে, আইইডিসিআরের স্টাফের মধ্যে একজন টেকনোলজিস্ট, একজন ক্লিনার এবং দুইজন অফিস সহায়ক গত ৯ এপ্রিল করোনা পজিটিভ হন। এদের মধ্যে একজন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

আগামী নিউজ/ কামরুল/ তাওসিফ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে