Dr. Neem on Daraz
Victory Day

পাইলটের দক্ষতায় বিমান বাহিনীর হেলিকপ্টারের জরুরী অবতরণ


আগামী নিউজ প্রকাশিত: এপ্রিল ১২, ২০২০, ০৬:০৪ পিএম
পাইলটের দক্ষতায় বিমান বাহিনীর হেলিকপ্টারের জরুরী অবতরণ

ঢাকা: রাঙ্গামাটির কাপ্তাই থেকে বলিপাড়ায় যাওয়ার সময় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার জরুরী অবতরণ করে। হেলিকপ্টারটি সেনাবাহিনীর জরুরী রশদ সরবরাহ কাজে নিয়োজিত ছিল।

রবিবার (১২ এপ্রিল) আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রবিবার আনুমানিক বেলা ১১ টা ৫ মিনিটে বিমান বাহিনীর হেলিকপ্টার বেল-২১২ রাজেস্থালী ক্যাম্পের বলিপাড়া হেলিপ্যাড থেকে ২০০ গজ দূরে জরুরী অবতরণ করে।

পাইলটদের দক্ষতায় কোন রকম ক্ষয়ক্ষতি ছাড়াই হেলিকপ্টারটি জরুরী অবতরণ করতে সক্ষম হয়। হেলিকপ্টারটির ২ জন পাইলট স্কোয়াড্রন লিডার আদনান এবং ফ্লাইট লেফটেন্যান্ট শাহেদসহ সকল ক্রু অক্ষত ও নিরাপদ রয়েছেন।

আগামী নিউজ/সুমন/আরিফ/ তাওসিফ 
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে