দেশে করোনাভাইরাসের আঞ্চলিক সংক্রমণ বা কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে কি না তা এখনই বলতে চায় না রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)। আক্রান্তদের সোর্স অফ ইনফেকশন খুঁজে তাদের তা বিশ্লেষণ করে ঘোষণা করতে চায় সংস্থাটি।
আর তাতে আরো সময়ের প্রয়োজন বলে জানিয়েছে তারা। একই সঙ্গে এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন দেয়া হবে বলে জানায় আইইডিসিআর।
রোববার (২২ মার্চ) বিকালে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে সংবাদ সম্মেলন করে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
মিরপুরের টোলাবাগ ও সিলেটে আইসোলেশনে থাকা ব্যক্তির মৃত্যু সম্পর্কে মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, মিরপুরের টোলারবাগ ও সিলেটে মারা যাওয়া ব্যক্তির নমূনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে জানা যাবে মৃত্যুর কারণ।
আগামীনিউজ/মিঠু/নুসরাত