Dr. Neem on Daraz
Victory Day

কেন্দ্রে ভোটার উপস্থিতি কম 


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২১, ২০২০, ০১:৩০ পিএম
কেন্দ্রে ভোটার উপস্থিতি কম 

ঢাকা : ঢাকা ১০ আসনের উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে ভোটকেন্দ্রগুলোতে। করোনাভাইরাস আতঙ্কে ভোটার উপস্থিতি কম বলছেন সংশ্লিষ্টরা।

শনিবার (২১ মার্চ) ঢাকা ১০ আসনের কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

দুপুর পৌনে ১টায় কাঁঠালবাগানের খান হাসান আলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের বাইরে আওয়ামী লীগ  প্রার্থীর এজেন্টরা দাঁড়িয়ে আছেন। এসময় দুজন নারী ভোটারকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়।

এ কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) জাকির জানান, করোনাভাইরাসের কারণে ভোটার উপস্থিতি কম। এছাড়া সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ভালো রয়েছে।

এর আগে, ‘ভোট দেয়ার আগে ও পরে আবার হাত ধোয়ার কথা বলেছিলেন নির্বাচন কমিশন সচিব। 

সকাল ৯টা থেকে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।

এছাড়া, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয় ও নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ  কেন্দ্র প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তা মাঝে কয়েকজন ভোটার আসা-যাওয়া করতে দেখা যায়।

নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের ভোটার মোয়াজ্জেম হোসেন বলেন, কেন্দ্রে তো ভোটারই নাই। করোনাভাইরাস আতঙ্কের মাঝে ভোট দিতে আসছি এটাই তো অনেক বেশি। 

একই কেন্দ্রের পোলিং অফিসার মো. ইয়াসিন শাকিল বলেন, দশটা পর্যন্ত আমাদের ভোট কেন্দ্রে ৬ জন ভোট দিয়ে গেছেন। করোনাভাইরাস আতঙ্কের মধ্যে যে কয়জন ভোট দিয়েছে এটাই তো অনেক। 

তিনি বলেন, ভোটকেন্দ্রে ভোটারদের হাত ধোয়ার জন্য হ্যান্ড স্যানিটাইজার ও টিস্যুর ব্যবস্থা করা হয়েছে। ভোটাররা যেন ভোট দেয়ার আগে ও পরে ভালোভাবে হাত ধুয়ে নিতে পারেন ।

লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ের বাইরে ভোট দিয়ে বের হওয়া এক ভোটারকে তার পরিচিতজন বলেন, এই অবস্থাও আপনি ভোট দিতে এসেছেন, আপনারতো অনেক সাহস। আগে জীবন বাঁচান পরে ভোট দিন। 

আগামীনিউজ/আরিফ/হাসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে