Dr. Neem on Daraz
Victory Day

নতুন করে করোনার নমুনা সংগ্রহ করবে না আইইডিসিআর


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৬, ২০২০, ১২:৫২ পিএম
নতুন করে করোনার নমুনা সংগ্রহ করবে না আইইডিসিআর

ঢাকা : জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ এখন থেকে আর করোনাভাইরাস বা কোভিড- ১৯ এর নমুনা সংগ্রহ করবে না। হটলাইন নাম্বারে যোগাযোগ করলে আইইডিসিআর থেকে টিম আক্রান্ত ব্যক্তির কাছে পৌঁছে যাবে বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সোমবার (১৬ মার্চ) দুপুরে মহাখালীর আইইডিসিআরের অডিটোরিয়ামে বাংলাদেশে করোনাভাইরাস সংক্রান্ত সবশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বিদেশ ফেরত ব্যক্তিরা হোম কোয়ারেন্টাইন না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিগত ১৪ দিনের মধ্যে যারা বিদেশ থেকে এসেছেন কিন্তু হোম কোয়ারেন্টাইন মানছে না তাদের বিরুদ্ধে জরিমানা করতে প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

আগামীনিউজ / মিঠু/ হাসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে