Dr. Neem on Daraz
Victory Day

দেশের মানুষকে রক্ষা করাই প্রধান উদ্দেশ্য : পররাষ্ট্রমন্ত্রী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৫, ২০২০, ০২:৫৪ পিএম
দেশের মানুষকে রক্ষা করাই প্রধান উদ্দেশ্য : পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আমাদের প্রধান উদ্দেশ্য দেশের মানুষকে রক্ষা করা। যে সকল দেশে করোনাভাইরাস বেশি মাত্রায় দেখা গেছে, সে সকল দেশের ফ্লাইট বন্ধ করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিস) মিলনায়তনে এক সেমিনার শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ভারত বাংলাদেশের যাত্রীদের সে দেশে প্রবেশ বন্ধ করেছে। আমরাও সে অনুয়ায়ী ভারতের যাত্রীদের প্রবেশ বন্ধ করেছি।

বিস মিলনায়তনে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী: একটি পর্যালোচনা শীর্ষক এ সেমিনার আয়োজন করে বিস।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেমিনারে আরো বক্তব্য দেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ, পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব ড. শামসুল আলম, বিস চেয়ারম্যান এম ফজলুল করিম, বিস মহাপরিচালক মেজর জেনারেল এমদাদুল বারীসহ অনেকে।

আগামীনিউজ/ইমরান/হাসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে