Dr. Neem on Daraz
Victory Day

স্কুল কলেজ বন্ধ নিয়ে শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে : কাদের


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৫, ২০২০, ১২:১৩ পিএম
স্কুল কলেজ বন্ধ নিয়ে শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে : কাদের

ঢাকা : করোনাভারাসের সংক্রামন রোধে স্কুল কলেজ বন্ধ নিয়ে শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে সময় মতো ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। 

রোববার (১৫ মার্চ) বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন কাদের।

সেতুমন্ত্রী বলেন, করোনাভাইরাস এখন বিশ্বজুড়ে মহামারির আকার ধারন করেছে। বিশ্বের কমপক্ষে ১৫০টি দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। কিন্তু চীন এটি প্রতিরোধে সবচেয়ে বেশি সফলতা অর্জন করেছে। দেশটি এ বিষয়ে করনীয় নিয়ে আমাদের একটি চিঠি পাঠিয়েছে। 

কাদের বলেন, করোনার বিরুদ্ধে লড়তে আমরা প্রস্তুত রয়েছি। এটি প্রতিরোধে সরকার ইতোমধ্যেই দেশজুড়ে নানা সচেতনতামূলক কর্মসূচি পালন করছে। আমাদের দেশে করোনাভাইরাসে আক্রান্তের কোনো উদাহরণ নেই। যারা সংক্রমিত হয়েছেন তারা বিদেশ থেকে এসেছে। তাদের কোয়ারেন্টাইন করে রাখা হচ্ছে। 

করোনা নিয়ে যারা দেশে আসছে তাদের কেন দেশে আসতে দেয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, যারা বিদেশ থেকে দেশে আসছেন তাদের নিরুৎসাহিত করা হচ্ছে।  এবং তাদের আসা বন্ধ করতে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।

পদ্মাসেতুর নির্মান কাজ কবে নাগাদ শেষ হবে এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, পদ্মাসেতুর কাজ ২০২১ সালের জুনে শেষ হবে। যদিও কিছু চীনা কর্মকর্তা তাদের দেশে আছেন। এতে আমাদের কোনো সমস্যা হবে না। 

আগামীনিউজ/ইয়াকুব/হাসি 

 

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে