Dr. Neem on Daraz
Victory Day

বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরির ওয়ার্ল্ড রেকর্ড কর্মসূচি স্থগিত


আগামী নিউজ | গাজীপুর প্রতিনিধি   প্রকাশিত: মার্চ ১০, ২০২০, ০৪:১৫ পিএম
বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরির ওয়ার্ল্ড রেকর্ড কর্মসূচি স্থগিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতি তৈরির মাধ্যমে ‘মানুষের দ্বারা তৈরি সবচেয়ে বড় মোজাইক ছবি’ হিসেবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ।

জাতির জনকের প্রতি সম্মান জানাতে ১৭ মার্চ গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উদ্যোগে এ কর্মসূচি নেয়া হয়। তবে করোনাভাইরাসের কারণে ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরির বিশ্ব রেকর্ডের এ অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম এ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

পাশাপাশি করোনাভাইরাসের কারণে কেউ দ্রব্যমূল্যের দাম বাড়ালে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলে তিনি জনগণকে আতঙ্কিত না হওয়ার আহবান জানান।

মেয়র বলেন, যেহেতু এ বছর পুরোটাই মুজিববর্ষ তাই পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে সুবিধাজনক সময়ে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখাতে ‘মানুষের দ্বারা তৈরি সবচেয়ে বড় মোজাইক ছবি’ তৈরির কর্মসূচিটি গ্রহণ করা হবে।

তিনি বলেন, জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শন স্বরূপ বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরির মাধ্যমে বিশ্বকে জানিয়ে দিতে চায়। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে আমরা এমন কিছু করবো যা বিশ্ব রেকর্ডের মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরতে পারি এবং এক্ষেত্রে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস একটি অন্যতম মাধ্যম হিসেবে কাজ করবে।

মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম সংক্রামক ব্যাধি করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আহবান জানিয়ে বলেন, লাখ লাখ দেশি-বিদেশি পোশাক শ্রমিক অধ্যুষিত গাজীপুরে করোনাভাইরাসের ঝুঁকি রয়েছে অনেক বেশি। এজন্য প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে।

তিনি বলেন, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসাসহ যেসব প্রতিষ্ঠানে লোকসমাগম বেশি হয় সেসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আতঙ্কিত না হয়ে আমাদের সবাইকে সচেতনতার মাধ্যমে করোনাভাইরাস রোধে কাজ করতে হবে। কেউ এই ভাইরাসে আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নেয়ার চেষ্টা করব। এজন্য গাজীপুর সিটি করপোরেশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু অসাধু ব্যাবসায়ী করোনাভাইরাস সংশ্লিষ্ট বিভিন্ন সামগ্রী যেমন- মাক্স, হ্যান্ডওয়াশসহ বিভিন্ন দ্রব্য সামগ্রীর কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা লুটতে চাইছে। আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে টিম করে এগুলো প্রতিরোধের ব্যবস্থা নিচ্ছি। আমরা কারখানা থেকে মাক্স তৈরি করার উদ্যোগে নিয়েছি। কাজেই জনগণ যেন আতঙ্কিত না হয় সেদিকে সবার খেয়াল রাখতে হবে। আমাদের গাজীপুরের নাগরিকদের স্বাস্থ্যগত ও নিরাপত্তার দিক চিন্তা করে যখন যা প্রয়োজন তা সরবরাহ করা হবে।

এসময় গাজীপুর সিটি কপোর্রেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনজাম মাসুদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/নুসরাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে