Dr. Neem on Daraz
Victory Day

সামাজিক অস্থিরতা তৈরির জন্য দায়ি সোশ্যাল মিডিয়া : তথ্যমন্ত্রী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৬, ২০২০, ০৪:১২ পিএম
সামাজিক অস্থিরতা তৈরির জন্য দায়ি সোশ্যাল মিডিয়া : তথ্যমন্ত্রী

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম খুব ভালো কিছু না। সামাজিক অস্থিরতা তৈরি জন্য দায়ি সোশ্যাল মিডিয়া বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ইউরোপের এক জরিপে দেখা গেছে, সেখানকার ৮০ শতাংশ মানুষ মনে করে, সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক অস্থিরতা তৈরি জন্য দায়ি।

শুক্রবার (০৬ মার্চ) ঢাকা বিশ্ববদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার’র (বিজেসি) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তিতায় তিনি এ সব কথা বলেন।

হাসান মাহমুদ বলেন, ‘গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতার জন্য অনেকাংশে হুমকি সামাজিক যোগাযোগ  মাধ্যম। আমরা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে নানা পদক্ষেপ নিয়েছি।

তথ্যমন্ত্রী বলেন, দেশ ডিজিটাল হলেও এটা সত্য, টেলিভিশন সম্প্রচার ব্যবস্থা ডিজিটাল হয়নি। ক্যাবল অপারেটরদের সঙ্গে নিয়ে আমরা কাজ করছি। টেলিভিশন সম্প্রচার ডিজিটাল করার জন্য প্রয়োজনে আমরা কঠোর হব। আইন প্রয়োগ করব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জাভেদ প্যাটেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজেসি'র সভাপতি রেজোয়ানুল হক।

আগামীনিউজ/রাকিব

 

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে