Dr. Neem on Daraz
Victory Day

কৃষি খাতে নারীর অংশগ্রহণ ৮ ভাগ বৃদ্ধি পেয়েছে


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৫, ২০২০, ০৩:০৫ পিএম
কৃষি খাতে নারীর অংশগ্রহণ ৮ ভাগ বৃদ্ধি পেয়েছে

ঢাকা: শ্রমশক্তি জরিপ ২০১০ এবং শ্রমশক্তি ২০১৬-১৭ এর তুলনামূলক বিশ্লেষনে দেখা গেছে ৭ বছরে কৃষি খাতে নারীর অংশগ্রহণ প্রায় ৮ ভাগ বৃদ্ধি পেয়েছে। কিন্তু কৃষিতে তাদের অবদান বাড়লেও নারী কৃষক হিসেবে কাঙ্ক্ষিত স্বীকৃতি এখনো পায়নি তারা।

বৃহস্পতিবার (৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবে নারীর ভূমি অধিকার, কৃষিতে অংশগ্রহণ এবং নারীর সার্বিক নিরাপত্তা শীর্ষক সেমিনারে উপস্থাপিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনটি উপস্থাপনা করেন এসোসিয়েশন ফর ল্যাণ্ড রিফর্ম এ্যাণ্ড ডেভেলপমেন্ট'র ( এএলআরডি) উপ-নির্বাহী পরিচালক রওশন জাহান মনি।

তিনি বলেন, বৈষম্যমূলক ও পিতৃতান্ত্রিক ক্ষমতা কাঠামোর কারনে নারীরা ভূমি অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। এক গবেষনায় দেখা গেছে, ভূমিতে গ্রামীণ নারীর মালিকানা মাত্র ২-৪ শতাংশ এবং বাকী ৯৬ শতাংশ জমির ব্যক্তি মালিকানায় রয়েছে পুরুষের নামে। 

এদিকে কৃষি কাজের ২১টি ধাপের মধ্যে নারীরা ১৭টি ধাপের কাজ করে। তারপরও নারীরা কৃষক বা কৃষাণ হতে পারেননি। তাঁদের নামের সঙ্গে যোগ হচ্ছে ‘কৃষাণি’। নারী আন্দোলনকারীরা তাঁদের ‘নারী কৃষক’ হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানান।

এসোসিয়েশন ফর ল্যাণ্ড রিফর্ম এ্যাণ্ড ডেভেলপমেন্ট'র (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদার সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা মিনু, বিশিষ্ট সাংবাদিক ও কবি সোহরাব হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সীমা জামান, লেখক ও গবেষক পাবেল পার্থ। 

আগামীনিউজ/ইয়াকুব/হাসি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে