Dr. Neem on Daraz
Victory Day

‘করোনা ইস্যুতে বাধাগ্রস্ত হচ্ছে পদ্মাসেতু’


আগামী নিউজ প্রকাশিত: মার্চ ৪, ২০২০, ১২:২২ পিএম
‘করোনা ইস্যুতে বাধাগ্রস্ত হচ্ছে পদ্মাসেতু’

ঢাকা : প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে পদ্মাসেতু ও সেতুর রেল সংযোগের কাজ কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের পদ্মাসেতু রেললাইন প্রকল্প পরিচালক ওয়ান কুন। তবে কাজ চালিয়ে নিতে যথাযথ পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (৪ মার্চ) দুপুরে কেরাণীগঞ্জের জাজিরা এলাকায় প্রতিষ্ঠানটির প্রকল্প কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান প্রকল্প পরিচালক।

তিনি বলেন, কিছু ব্যবসাপ্রতিষ্ঠান এখন চীনে সম্পূর্ণ কার্যক্রম পরিচালনা বন্ধ রেখেছে। পাশাপাশি কিছু কর্মকর্তার অ্যাপিডেমিক সেন্টার ছেড়ে যাওয়ার অনুমতি নেই। কাজের সুবিধার্থে রেল প্রকল্পের প্রয়োজনীয় সরঞ্জামাদি এখন ভিন্নভিন্ন দেশ থেকে আমদানি এবং সরবরাহ নিশ্চিত করার জন্য লজিস্টিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ আরো শক্তিশালী করা হচ্ছে। কাজের ধারাবাহিকতা বজায় রাখতে করোনা ভাইরাসের প্রভাব প্রশমনে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সিআরইসি।

হুবেই প্রদেশ ছাড়া এ প্রকল্পের সঙ্গে জড়িত চীনের অন্যান্য প্রদেশের কর্মকর্তারা এরই মধ্যে বাংলাদেশে ফিরেছেন। প্রকল্পের সঙ্গে যুক্ত ছুটিতে থাকা কর্মকর্তাদের ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে। সিআরইসির বাংলাদেশি কর্মকর্তাদের ছুটি না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

করোনা ভাইরানের প্রভাবে কাজ ব্যহত হওয়ায় প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্ত দক্ষ চীনা শ্রমিক না থাকায় স্থানীয় আরও দক্ষ শ্রমিকদের এ প্রকল্পে নিয়োগ দেওয়া হচ্ছে।
 

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে