Dr. Neem on Daraz
Victory Day

‘চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দেবে নিটার’


আগামী নিউজ | সাভার প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১, ২০২০, ০৭:৩৩ পিএম
‘চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দেবে নিটার’

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘বস্ত্রশিল্পে দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে শিল্পখাতে চতুর্থ শিল্পবিপ্লবে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) নেতৃত্ব দেবে।’

রবিবার (১ মার্চ) সাভারে নিটার বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের দশম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের মনে রাখতে হবে সারাবিশ্বেই এখন তোমাদের বাজার, কীভাবে নিজেকে নানা ক্ষেত্রে দক্ষ করা যায় সেই চেষ্টা করতে হবে। নিজেকে কর্মোপযোগী করার জন্য নির্দিষ্ট পড়াশোনার বাইরে অন্য যেকোনো দক্ষতামূলক পড়াশোনারও বিকল্প নেই। যখনই পরিবর্তন আসবে তখনই আমরা যেন তাতে মানিয়ে নিতে পারি।’

মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘যেহেতু দক্ষ জনশক্তি আমাদের আগামী শিল্পবিপ্লবের জন্য প্রয়োজন তাই সরকারের দায়িত্ব হচ্ছে এ জনশক্তি তৈরি করতে বিনিয়োগ করা এবং সে বিনিয়োগ সরকার অবশ্যই করবে।’

মুজিববর্ষের প্রাক্কালে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানকে ঐতিহাসিক দিন উল্লেখ করে উপমন্ত্রী বলেন, যদি জাতির জনকের জন্ম না হতো, তাহলে আজ এদেশের জন্ম হতো না, নিটারও থাকত না। টেক্সটাইল পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নও থাকত না। টেক্সটাইল শিল্প তো দূরের কথা এখানে বাসযোগ্য কোনো জনপদও থাকত না। তাই মুজিববর্ষের অঙ্গীকার করতে হবে দক্ষ মানুষ হিসেবে নিজে গড়ে তোলার।

তিনি বলেন, ‘বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম উদ্যোগ নিয়েছেন। বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ছাড়া দক্ষ জনশক্তি তৈরি সম্ভব নয়, আগামী অর্থনীতির যে চ্যালেঞ্জ তাও মোকাবিলা করা সম্ভব নয়।’ নিটারকে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী।

নিটারের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিটারের গভার্নিং বডির সভাপতি ও বিটিএমএ প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মকবুল হোসেন।

অনুষ্ঠানে উপমন্ত্রী নতুন চালু হওয়া বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং মাস্টার্স পর্যায়ে এমবিএ ইন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ভ্যালু চেইন কোর্সের অ্যাকাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়াও ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আগামীনিউজ/মামুন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে