Dr. Neem on Daraz
Victory Day

বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল চায় এনডিএ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক  প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২০, ০৬:৩১ পিএম
বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল চায় এনডিএ

চাল, ডাল, পেঁয়াজ, চিনি ও ভোজ্যতেলসহ প্রায় সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্দ্ধমূখী মূল্যে যখন সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত ঠিক তখনই ‘মরার উপর খাড়ার ঘা’- এর ন্যায় পানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কোনো অবস্থাতেই মানবিক মূল্যবোধের পরিচায়ক হতে পারে না।

সরকারি দলের সাধারণ সম্পাদকের মতে বিদ্যুৎখাতে বছরে সাড়ে তিন হাজার কোটি টাকার ভর্তুকি মেটাতে এবং স্থানীয় সরকার কর্তৃপক্ষ/ওয়াসা কর্তৃপক্ষের তুঘলকি সিদ্ধান্তের কারণে নিম্নবিত্ত সাধারণ মানুষকে বিদ্যুতের জন্য মাসে কমপক্ষে ১৩৩ টাকা ও পানির জন্য কমপক্ষে ৩০০ টাকা বাড়তি খরচ করতে হবে। অধিকন্তু, এর ফলে শিল্পোৎপাদিত পণ্যের দামও বাড়বে। যা জনবান্ধব ও শ্রমিকবান্ধব সরকারের আমলে প্রত্যাশিত নয়। বিষয়টি ক্ষতিয়ে দেখে অন্তত বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের জন্য ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) এর অদ্যকার সভায় জোর দাবি জানানো হয়।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ৩৯/১, বঙ্গবন্ধু এভিনিউস্থ খদ্দর বাজার শপিং কমপ্লেক্স এর ৬ষ্ঠ তলায় অবস্থিত ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স কার্যালয়ের চেয়ারম্যান আলমগীর মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপরোক্ত দাবি জানানো হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যালায়েন্সের ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মাজহারুল ইসলাম, মাস্টার মোখলেসুর রহমান, মুফ্তি মাহবুবুর রহমান বিন নূরী, আব্দুল কাদের জিলানী, ইঞ্জিনিয়ার এ.কে.এম ফয়েজ হোসেন প্রমুখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আগামীনিউজ/সুমন/নুসরাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে