Dr. Neem on Daraz
Victory Day

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, আগুনে ঘি ঢালা : বাংলাদেশ ন্যাপ 


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২০, ০৬:১০ পিএম
বিদ্যুতের মূল্যবৃদ্ধি, আগুনে ঘি ঢালা : বাংলাদেশ ন্যাপ 

হঠাৎ করে আবারো বিদ্যুতের মূল্যবৃদ্ধির সরকারি ঘোষণাকে জনস্বার্থ বিরোধী হিসাবে আখ্যায়িত করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

দলটির মতে, বিদ্যুৎ খাতকে দুর্নীতিমুক্ত করলে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রয়োজন হতো না। বিদ্যুৎখাতে দুর্নীতি চরমভাবে বৃদ্ধি পেয়েছে। অথচ সরকার সেই দুর্নীতি বন্ধ না করে বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে দুর্নীতিবাজদের পক্ষে ও জনগনের বিরুদ্ধে অবস্থান গ্রহন করছে। উর্ধমূল্যের বাজারে বিদ্যুতের মূল্যবৃদ্ধি মানে আগুনে ঘি ঢালা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণা দেয়ার পর গণমাধ্যমে প্রেরিত এক তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।

আগামীনিউজ/রাফি/রাকিব

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে