Dr. Neem on Daraz
Victory Day

চুড়িহাট্টায় কালো ব্যাজ ধারণ, বিচার দাবি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২০, ০৮:৪৩ পিএম
চুড়িহাট্টায় কালো ব্যাজ ধারণ, বিচার দাবি

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সেখানে কোরআনখানি ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে অগ্নিকাণ্ডে নিহত ও দগ্ধ পরিবারের সদস্যরা অংশ নেন।

মিলাদ শেষে ক্ষতিগ্রস্ত ও নিহতের পরিবারের সদস্যদের কেউ কেউ সরকারের কাছ থেকে সহায়তা না পাওয়ার দাবি করেন। পাশাপাশি হতাহতদের স্বজনরা কালো ব্যাজ ধারণ করে এলাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানো এবং আর্থিক সহায়তা প্রদানের দাবিতে মৌন মিছিল করেন। নিহতের স্বজনরা ক্ষতিপূরণসহ চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের পেছনে দায়ি ব্যক্তিদেরও শাস্তি নিশ্চিতের দাবি জানান। শোক দিবসে কালো পতাকা উড়ানো হয় চুড়িহাট্টা ওয়াহেদ ম্যানসনের আশপাশের ভবনগুলোতে। 

এদিকে ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭১ জন মারা যান। তাদের মধ্যকার একজন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মুজিবুর হাওলাদার। তার ভাতিজা মুহাম্মদ আসলাম হোসেন জানান, তিন ছেলে ও দুই মেয়ের বাবা মুজিবুর হাওলাদারের মৃত্যুর পর পরিবারে অভাব অনটন নেমে আসে।

ছেলেহারা নাসির উদ্দীন ও নিহত শাহাবুদ্দীনের স্ত্রী ছকিনা বেগমেরও একই অবস্থা। অগ্নিদুর্ঘটনায় সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ করেন তারা।

চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ১ বছর পূর্তিতে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে পুনর্বাসন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ তথ্য তাদের জানালে তারা বলেন, আগুনে পুড়ে মারা গেছে ৭১ জন। তাদের সবার পরিবারকে পুনর্বাসনের কথা দেয়া হয়েছিল। কিন্তু এখনো তা হয়নি।

তারা বলেন, যা গেছে তা ফেরত পাব না। সামনে যেন এমন ঘটনা না ঘটে সেজন্য এ ঘটনার দায়ীদের বিচার করে দৃষ্টান্ত তৈরি করা হোক। পাশাপাশি সরকারের উচিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া।

আগামীনিউজ/রাফি/নুসরাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে