ঢাকা: সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের আগ্রহী করতে সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করতে চায় সরকার। তাই সরকার ঘোষিত সর্বনিম্ন প্যাকেজের মূল্য থাকছে সোয়া ৩ লাখ টাকা। যা আগের বছরের সর্বনিম্ন প্যাকেজ মূল্য থেকে ১৯ হাজার টাকা কম। ২০১৯ সালে প্যাকেজ (১) ৪ লাখ ১৮ হাজার ৫’শ টাকা এবং প্যাকেজ (২) ৩ লাখ ৪৪ হাজার টাকা নির্ধারিত ছিল।
ধর্মমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। যা আগামীকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিসভায় অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
চলতি বছর তিনটি প্যাকেজ করা হচ্ছে। হজ প্যাকেজ (১) ৪ লাখ ২৬ হাজার টাকা, প্যাকেজ (২) ৩ লাখ ৬০ হাজার এবং প্যাকেজ (৩) তিন লাখ ২৫ হাজার টাকা ঘোষণার প্রস্তুতি নেয়া হয়েছে। মন্ত্রিসভায় অনুমোদন পেলে হজ প্যাকেজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজ পালনের জন্য সৌদি আরব যাওয়ার সুযোগ পাবেন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং ১ লাখ ২০ হাজার বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন। এ যাবৎ সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৯৫৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ২ লাখ ১০ হাজার ৪৯ জন হজযাত্রী প্রাক-নিবন্ধন সম্পন্ন করেছেন।
এবার বিমানের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না পেলেও গত বছরের চেয়ে বিমান এবার হজ টিকিটের মূল্য ১২ হাজার টাকা বাড়িয়ে ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেয়। পরে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর আপত্তির মুখে আরো দুই হাজার টাকা কমিয়ে হজযাত্রীদের বিমান ভাড়া ১ লাখ ৩৮ হাজার টাকা প্রস্তাব করে হজ প্যাকেজ অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উত্থাপন করা হচ্ছে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে। ২০১৯ সালের হজ টিকিটের মূল্য ছিল ১ লাখ ২৮ হাজার টাকা।
আগামীনিউজ/তরিকুল/নুসরাত