Dr. Neem on Daraz
Victory Day

বিমানবন্দরে চালু হয়েছে বিনামূল্যে টেলিফোন সুবিধা


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২০, ০১:১৬ পিএম
বিমানবন্দরে চালু হয়েছে বিনামূল্যে টেলিফোন সুবিধা

ঢাকা : এবার বিমানবন্দরে সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় টেলিফোন করতে পারবেন পাবেন যাত্রীরা। সেইলক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি টেলিফোন বুথ বসিয়েছে বিটিসিএল। ফলে বিদেশি পর্যটক কিংবা প্রবাসী, যে কেউই বিমানবন্দরে নেমে কোনও ফি পরিশোধ ছাড়াই প্রয়োজনীয় ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আরও যাত্রীবান্ধব করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উদ্যোগে এই ফ্রি টেলিফোন বুথ বসিয়েছে বিটিসিএল। গত ৩ ফেব্রুয়ারি থেকে প্রবাসীরা দেশে ফিরে এখান থেকে কল করে কথা বলতে পারছেন। ইমিগ্রেশন পার হওয়ার পরই রয়েছে এ টেলিফোন বুথটি।

এছাড়াও বিমানবন্দরের ভেতরে বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির বিক্রয় কেন্দ্র থেকে পাসপোর্ট ইস্যু করে সিম কিনে এখান থেকে কথা বলতে পারবেন যে কেউ।

আগামীনিউজ/সবুজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে