Dr. Neem on Daraz
Victory Day

প্রতিবন্ধী আইন নিয়ে সচেতনতা সৃষ্টির আহ্বান


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২০, ০২:২৯ পিএম
প্রতিবন্ধী আইন নিয়ে সচেতনতা সৃষ্টির আহ্বান

ঢাকা : প্রতিবিন্ধী আইন প্রণয়নের ৬ বছর পেরিয়ে গেলেও এ আইনটির সুফল এখনো পায়নি প্রতিবন্ধীরা। এজন্য সরকারকে এ বিষয়ে আরো সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছে প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ (এনসিডিডব্লিও)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এনসিডিডব্লিও এর উদ্যোগে “প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর বর্তমান অবস্থা” বিষয়ক এক প্রেস কনফারেন্সে এ আহ্বন জানায় সংগঠনটি। এসময় লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাজেদা আক্তার।

তিনি বলেন, ‘প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ সালে করা হলেও এখনো এর সুফল পাইনি প্রতিবন্ধীরা। কারন এ আইনটির বিষয়ে অনেকেই জানেনা। এছাড়া এ বিষয়ে গঠিত কমিটিগুলোও নিষ্ক্রিয়। এজন্য প্রতিবন্ধী আইন বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহনের পাশাপাশি প্রচার প্রচারনার মাধ্যমে সরকারকে এ বিষেয়ে আরো সচেতনতা সৃষ্টি করতে হবে।’

তিনি বলেন, এ আইন সম্পর্কে সচেতনতা তৈরিতে ইতোমধ্যেই নানা পদক্ষেপ নিয়েছে এনসিডিডব্লিও। কিন্তু আমাদের ক্ষুদ্র জনবল। তাই আমাদের পক্ষে প্রচারনা চালানো সম্ভব নয়। এজন্য সরকারের সহযোগিতা কামনা করছি।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যায়ের অধ্যাপক সাদেকা হালিম, জাতীয় প্রেসক্লারের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, গাজী টিভির চীফ এডিটর সৈয়দ ইশতিয়াক রেজা এবং এক্সপার্ট অন হিউম্যান রাইটস উইথ ডিজএ্যাবিলিটি এন্ড ডেভেলপমেন্ট প্রাকটিশনার মনসুর আহম্মদ চৌধুরী প্রমুখ।

আগামীনিউজ/ইয়াকুব/সবুজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে