Dr. Neem on Daraz
Victory Day
করোনাভাইরাস

চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা বন্ধ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২০, ০৬:২৩ পিএম
চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা বন্ধ

বিশ্বব্যাপী আলোচিত করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে চীনা নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ।

রোববার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালি সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা জানান।

এটি সাময়িক নির্দেশনা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীনের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধ রাখা হয়েছে। এটি সাময়িক নির্দেশনা। আগামী এক মাস কেউ এই ভিসা পাবেন না। তবে হেলথ সার্টিফিকেট নিয়ে ভিসা প্রসেস করে দেশে আসতে পারবেন।’

এছাড়া চীন থেকে আসাদের চিকিৎসার কোন ত্রুটি হচ্ছেেনা উল্লেখ করে মন্ত্রী জানান, গত শনিবার (১ ফেব্রুয়ারি) চীন থেকে আসা বাংলাদেশিদের মধ্যে যারা অসুস্থ তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের নিয়মিত দেখভাল করছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, করোনা ভাইরাসে এখন পর্যন্ত চীনে ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ফিলিপাইনে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এই ভাইরাস এখন পর্যন্ত ২৭টি দেশে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৫৫১ জন।

আগামীনিউজ/শাই/এএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে