Dr. Neem on Daraz
Victory Day
ভোটকেন্দ্রে ঢুকতে পারছে না ভোটার

৪ ঘণ্টায় মনিটরিং সেলে ১৫ অভিযোগ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২০, ১২:৪৯ পিএম
৪ ঘণ্টায় মনিটরিং সেলে ১৫ অভিযোগ

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসি) ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটাররা ঢুকতে পারছে না বলে নির্বাচন কমিশনের (ইসি) গঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ে মনিটরিং সেলে ১৫টি অভিযোগ এসেছে। ভোটকেন্দ্র থেকে ভোটার ও প্রার্থীরা এসব অভিযোগ করেছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত ১৫টি অভিযোগ এসেছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির সমন্বয়ে মনিটরিং সেলের সমন্বয়ক মেজর রাজু।

এর আগে সকাল ৮টা থেকে সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।

মেজর রাজু বলেন, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে ভোটাররা ভোটকেন্দ্রে ঢুকতে পারছে না। আমার কাছে যতগুলো মেসেজ আসছে আমি সেগুলো ক্লিয়ার করছি। আমজনতাসহ বিভিন্ন মাধ্যম থেকে আমাদের কাছে অভিযোগগুলো করেছে। আমরা ফোর্স পাঠিয়ে সেগুলো ক্লিয়ার করে দিচ্ছি। এখন পর্যন্ত ১৫টি অভিযোগ এসেছে।

জানা যায়, ভোটাররা কেন্দ্রের সামনে আসার পর তাদের আর ভেতরে যেতে দেয়া হচ্ছে না। এছাড়া গণমাধ্যমকর্মী খবর সংগ্রহ করতে বাধা দেয়ার অভিযোগ আসছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ফোর্স পাঠিয়ে সমাধান করা হলেও পরে আবারো একই অবস্থার সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ে মনিটরিং সেলের প্রধান জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বলেন, আমাদের কাছে যে অভিযোগগুলো আসছে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি, এ ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না। আমাদের কাছে বিভিন্ন মাধ্যমেই অভিযোগগুলো আসছে। ভোটারদের বাধা দেয়ার কোনো ঘটনা ঘটলে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মনিটরিং সেল এ বিষয়ে সতর্ক রয়েছে।

আগামীনিউজ/এমএস/এনএ/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে