Dr. Neem on Daraz
Victory Day

ভোটকেন্দ্র দখলের আশঙ্কা তাবিথের ব্যবস্থা নিতে ইসিকে চিঠি


আগামী নিউজ প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২০, ০৯:৩৪ পিএম
ভোটকেন্দ্র দখলের আশঙ্কা তাবিথের ব্যবস্থা নিতে ইসিকে চিঠি

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিএনপি মনোনীত প্রার্থী ভোটের দিন ভোটকেন্দ্র দখলের আশংকা করছেন।

তাবিথের দাবি ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটকেন্দ্র দখল ও নিয়ন্ত্রণে রাখতে পারে আর তাই এর প্রতিকার চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বরাবর চিঠি দিয়েছেন ঢাকা উত্তর সিটির বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। এছাড়া পৃথক চিঠিতে উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তার কাছে নিজের নিরাপত্তার জন্য অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও চেয়েছেন তাবিথ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে এ চিঠি দেন তাবিথ আউয়াল।

সিইসিকে দেয়া চিঠিতে তাবিথ আউয়াল লেখেছেন, ‘আজ ৩০ জানুয়ারি দৈনিক ‘প্রথম আলো’য় প্রকাশিত ‘ভোটকেন্দ্র পুরো নিয়ন্ত্রণে রাখতে চায় আ.লীগ’ এবং ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এ ‘অকোপাই, কন্ট্রোল পোলিং সেন্টার্স’ শীর্ষক দুটি সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। সংবাদে আরও উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান গতকাল (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্বাচনি সভায় বক্তৃতাকালে ভোটের দিন সকাল থেকে ভোটকেন্দ্র দখল ও নিয়ন্ত্রণে রাখার জন্য ছাত্রলীগ নেতা-কর্মীদের প্রতি আবহ্বান জানিয়েছেন।
এ জাতীয় কোনো খারাপ দৃষ্টান্ত যাতে না ঘটে সেজন্য জরুরি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন তাবিথ আউয়াল।
আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে ভোট অনুষ্ঠিত হবে।


আগামী নিউজ/এমএস/আরআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে