Dr. Neem on Daraz
Victory Day

বিএনপি নেতাকর্মীদের মুক্তির সঙ্গে ভোটের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৪, ০৪:৩৪ পিএম
বিএনপি নেতাকর্মীদের মুক্তির সঙ্গে ভোটের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাঃ বিএনপি নেতাদের জামিন ও মুক্তির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, গত বছরের ২৮ অক্টোবর বিচারপতির বাসভবনে হামলাসহ নানা ধরনের হামলার প্রেক্ষিতে বিএনপির অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছিল। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের অনেককেই মুক্তি দিয়েছেন আদালত। তবে এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘বিএনপির নিয়মতান্ত্রিক আন্দোলনে কোনো বাধা দেবে না সরকার। তবে আন্দোলনের নামে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি বা ভাঙচুর করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি বিরোধীদল হবে না মন্তব্য করে মন্ত্রী বলেন, যেহেতু তারা জাতীয় সংসদেই নেই, সে কারণে দলটি রাজনৈতিকভাবে বিরোধীদল হিসেবে গণ্য হতে পারে না।

সৌদির সঙ্গে বাংলাদেশের বন্দিবিনিময় চুক্তি নিয়েও কথা বলেন আসাদুজ্জামান খান। বলেন, বাংলাদেশের সঙ্গে একটি বন্দিবিনিময় চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। চুক্তি অনুযায়ী সৌদিতে বাংলাদেশের কেউ অপরাধ করলে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তেমনিভাবে বাংলাদেশে কোনো সৌদি নাগরিক অপরাধ করলে একই ব্যবস্থা নেওয়া হবে। যার যার দেশ এসব অপরাধীকে বিচারের আওতায় এনে বিচারকার্য সম্পন্ন করবে।

এ সময় মিয়ানমার থেকে আসা কোনো রোহিঙ্গাকে আর আশ্রয় দেওয়া হবে না জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, রোহিঙ্গারা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করলেও তাদের ঢুকতে দেওয়া হবে না। বরং যারা আছে, তাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের চেষ্টা অব্যাহত থাকবে।


এম/

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে