ঢাকাঃ পুরান ঢাকার মাহুতটুলিতে জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, সোমবার সকাল নয়টা ২০ মিনিটে আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, পুরান ঢাকার ৪৮ আবুল খয়রাত রোড, মাহুতটুলি, তারা মসজিদের পাশে এক তলা বিল্ডিং-এর নিচতলায় জুতার কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংস্থাটি।
এমআইসি/