Dr. Neem on Daraz
Victory Day

তেজগাঁওয়ে ‘গাঁজার আড়তে’ অভিযান, চাচা-ভাতিজাসহ গ্রেফতার ৩


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৪, ০৫:১৫ পিএম
তেজগাঁওয়ে ‘গাঁজার আড়তে’ অভিযান, চাচা-ভাতিজাসহ গ্রেফতার ৩

ঢাকাঃ রাজধানীর তেজগাঁও থানার তেজকুনিপাড়া এলাকার একটি বাসা থেকে গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় এক হাজার পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

বাদামের প্যাকেটের আড়ালে তারা গাঁজা ব্যবসা করতেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। বাসাটি ক্রেতা-বিক্রেতাদের কাছে ‘গাঁজার আড়ত’ নামে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল আজিজ (২৮), মো. সাহিদুল ওরফে জাহিদুল ইসলাম (৩০) এবং মো. রমজান আলী (৪৫)। এদের মধ্যে আজিজ ও জাহেদুল সম্পর্কে চাচা-ভাতিজা। আর রমজান-আজিজ দুজনে সম্পর্কে বেয়াই।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন। তিনি জানান, গ্রেফতার তিনজনই তেজগাঁওয়ের চিহ্নিত মাদক চোরাকারবারি। তারা গাঁজা বিক্রি করেন।

ওসি আরও জানান, আজিজের বিরুদ্ধে ২৮টি, রমজানের বিরুদ্ধে সাতটি এবং জাহেদুলের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। তারা তেজকুনিপাড়ায় একটি ভাড়া বাসায় গোপনে গাঁজার ব্যবসা করতেন। গাঁজা ক্রেতা-বিক্রেতার কাছে বাসাটি 'গাঁজার আড়ত' নামে পরিচিত। বাদামের প্যাকেটের মতো করে তারা এসব গাঁজা প্যাকেটজাত করে রাখেন। এরপর খুচরা বিক্রেতারা এখান থেকে নিয়ে যান। সাধারণত বাদাম বিক্রির আড়ালেই এসব গাঁজা বিক্রি করা করেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বাসাটিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।

এ সময় বাসাটি থেকে আনুমানিক এক হাজার পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। যেগুলোর ওজন দুই কেজির মতো।

এমআইসি/

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে