ঢাকাঃ কিশোরীকে অপহরণের দায়ে যাবজ্জীবন সাজা পাওয়া এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-২। তার নাম মোজাফফর হোসেন। ১৬ বছর পালিয়ে থাকার পর এলিট ফোর্স র্যাবের হাতে গ্রেফতার হন তিনি।
রোববার রাতে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে মোজাফফরকে গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র এএসপি শিহাব করিম। তিনি জানান, ২০০৮ সালে মোজাফফর ও তার সহযোগীরা মিলে এক নারীকে অপহরণ করে ঢাকায় নিয়ে আসেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা জানতে পারেন যে, তার মেয়েকে মোজাফফর হোসেন ও তার সহযোগীরা অপহরণ করেছেন। পরে তিনি বাদী হয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন। আদালত বিচারকার্য শেষে মোজাফফরকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করে।
গ্রেফতারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে মোজাফফর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। অবশেষে গতরাতে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
এমআইসি/