Dr. Neem on Daraz
Victory Day

১৬ ঘণ্টায় ১৫ অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিস


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৪, ০৪:৪০ পিএম
১৬ ঘণ্টায় ১৫ অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিস

ঢাকাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দেশে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আজ শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত ১৫টি আগুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ট্রেনসহ ছয়টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এছাড়া নয়টি স্থাপনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে সাতটি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চবিদ্যালয় রয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে ফায়ার সার্ভিস সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

ফায়ার সার্ভিস জানায়, গতকাল সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী মোড়ে একটি পিকআপভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। আর রাজধানীর গোপীবাগে রাত ৯টা ৫ মিনিটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয়। ভয়াবহ এ আগুনে পুড়ে মারা গেছেন চারজন।

এছাড়া গতকাল দিবাগত রাত ১২টার পর হবিগঞ্জের চুনারুঘাটের একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়। এছাড়া রাত দেড়টার দিকে গাজীপুরের চন্দনা প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত পৌনে তিনটার দিকে গাজীপুরের টিএনটি আদর্শ উচ্চবিদ্যালয়ে আগুন দেওয়া হয়।

অন্য দিকে সিলেটের সাতমাইল এলাকায় রাত পৌনে তিনটার দিকে একটি ট্রাকে আগুন দেওয়া হয়। একই সময় ফেনীর লালপুরে দুটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। রাত তিনটার কিছু সময় আগে কক্সবাজারের রামুতে একটি স্থাপনায় আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস বলছে, ময়মনসিংহের গফরগাঁও এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে ভোর সাড়ে চারটার দিকে। আর চট্টগ্রাম মহানগরীর নিশ্চিন্তপাড়া এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয় ভোর পাঁচটার দিকে।

এছাড়া সীতাকুণ্ডে সকাল ছয়টার কিছু আগে একটি পিকআপভ্যানে আগুন দেওয়া হয়েছে। আর শেরপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে সকাল সাড়ে ছয়টার দিকে। গাজীপুরের কালিয়াকৈর এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে আজ সকাল আটটার দিকে। আর ময়মনসিংহের নান্দাইলের একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে সকাল সোয়া নয়টার দিকে।

এমআইসি/

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে