ছবি: সংগৃহীত
পটুয়াখালীঃ কলাপাড়ায় সাংবাদিকের পিতা দৈনিক খোলা কাগজ'র কলাপাড়া উপজেলা প্রতিনিধি মো: সোলায়মান পিন্টু'র পিতা আলহাজ্ব মো: শহিদুল্লাহ'র প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার কলাপাড়া পৌরশহরের শান্তিবাগ এলাকায় তার নিজ বাসভবনে কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়ায় মরহুমের আত্মীয় স্বজনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন শান্তিবাগ বায়তুন্নুর জামে মসজিদের ইমাম মাওলানা মো: আব্দুল হালিম। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
উল্লেখ্য, সাংবাদিক সোলায়মান পিন্টু'র পিতা মরহুম শহিদুল্লাহ'র লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে ২০২০ সালের ২১ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর।