Dr. Neem on Daraz
Victory Day
মামলা তুলে নিতে 

গাইবান্ধার সাংবাদিক সুমন মন্ডলকে হত্যার হুমকি


আগামী নিউজ | মানিক সাহা, গাইবান্ধা জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১, ০৬:১৩ পিএম
গাইবান্ধার সাংবাদিক সুমন মন্ডলকে হত্যার হুমকি

ফাইল ছবি

গাইবান্ধা: জেলায় সাংবাদিক সুমন মন্ডলের উপর হামলার মূল আসামী লিটন মিয়া তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মামলা তুলে নেয়ার জন্য বাদী সাংবাদিক সুমন মন্ডলকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে রবিবার (২৫ এপ্রিল) গাইবান্ধা সদর থানায় লিটন মিয়ার বিরুদ্ধে সাধারণ ডায়রি করা হয়েছে।

জানাগেছে, আসামি লিটন মিয়া একজন পেশাদার শীর্ষ সন্ত্রাসী। সে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের একজন কুখ্যাত জুয়াড়ি ও আলোচিত বাবলু মাস্টার হত্যা মামলার অন্যতম আসামি। জুয়ার আসর চালানোর বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর গত ৬ এপ্রিল গাইবান্ধা সদর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে বেশ কয়েকজন জুয়াড়িকে আটক করে।

এরই জের ধরে লিটনের নেতৃত্বে সেলিম ও নজমলসহ অপরিচিত বেশ কয়েকজন সন্ত্রাসী সাংবাদিক সুমনের পথ রোধ করে তাকে এলোপাথারী মারপিট করে মারাত্মক আহত করে এবং তার কাছে থাকা নগদ টাকা ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় সাংবাদিক সুমন মন্ডল বাদী হয়ে লিটন মিয়া, মোঃ নজমাল হক ও সেলিম মিয়া সহ অজ্ঞাত ১৫ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করলে গত ১২ এপ্রিল পুলিশ এজাহারভুক্ত আসামি নজমল ও সেলিমকে গ্রেফতার করে। তবে এ মামলার প্রধান আসামি লিটন পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।

পলাতক থাকার সুযোগে সন্ত্রাসী ও জুয়ার হোতা লিটন মোবাইল ফোনে সুমন মন্ডলকে মামলা তুলে নিতে হবে না খুন করার হুমকি দিয়ে আসছে।

এ বিষয়ে সাংবাদিক সুমন মন্ডল বলেন, আসামি লিটন আমাকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে এমনকি আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে তাই আমি আমার ও আমার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে লিটনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছি। যার নম্বর- ১২৯৬ এবং তাকে যেন দ্রুত গ্রেফতার করা হয় এই দাবি জানাচ্ছি । 

উল্লেখ্য আসামি লিটন মিয়ার বিরুদ্ধে জুয়া সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আলোচিত বাবলু মাষ্টার হত্যার এজাহার ভুক্ত অন্যতম আসামি ।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে